এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া ।
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া ।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন ।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন ।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ?
Song: Ei Meghla Dine Ekla Ghore Thakenato Mon
Film: Sesh Porjonto (1960)
Artiste : Hemanta Mukherjee
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Gauriprasanna Mazumder
Film : Shesh Parjyanta
Star Cast : Biswajeet & Sulata Chowdhury
Video from YouTube for Ei Meghla Dine Ekla Ghore Thakenato Mon :
Love you MD
awesome lyrics with awesome singer…..