শুনে দেখো গান আমার
হয়তো ভাল লেগে যেতে পারে।
একটু সময় দিতে হায়,
বদলে যেতে পারে তোমার কান।
তোমার জানলায় উড়ুক
নতুন এক নিশান।
হেঁটে দেখো পথ আমার
হয়তো ভাল লেগে যেতে পারে।
বৃষ্টি ভেজা অন্ধকার,
ছাতিম ফুলের গন্ধে বেসামাল।
কেন ফালতু ভেবে হচ্ছ নাজেহাল?
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং,
ছাদে পা ছড়িয়ে
রোদে পিঠ ঠেকিয়ে,
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে।
ওওওও ওও ওও ও ঘুরে তাকাও।
ওওওও ওও ওও ও ঘুরে তাকাও।
ওওওও ওও ওও ও ঘুরে তাকাও।
ওওওও ওও ওও ও ঘুরে তাকাও।
থেকে দেখ ঘর আমার হয়ত ভাল লেগে যেতে পারে।
এক বালিশেই স্বপ্ন হোক আয়না কোণে থাকুক তোমার টিপ।
আমায় শাষণ করুক তোমার চুলের ক্লিপ।
ছুঁয়ে দেখো হাত আমার হয়ত ভাল লেগে যেতে পারে।
এই শরীরে ঢেউ ওঠে ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়?
একটা সুযোগ দিও তাই আমায়।
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং,
ছাদে পা ছড়িয়ে
রোদে পিঠ ঠেকিয়ে,
সবুজ কড়াইশুঁটি ছাড়াই শীতের দিনে।
ওওওও ওও ওও ও ঘুরে তাকাও।
Song: Ghure Takao
Movie: Shah Jahan Regency (2019)
Artist, Lyricist and Composer: Anupam Roy
Director: Srijit Mukherji
Star Casting: Abir Chatterjee, Rittika Senand others
Video from Youtube for Ghure Takao :