চলে যেতে যেতে দিন বলে যায়
আধাঁরের শেষে ভোর হবে
হয়তো পাখীর গানে গানে
তবু কেন মন উদাস হল
হয়তো বা সব ভাল মুছে যাবে
হয়তো বা থাকবেনা সাথে কেউ ও ও
হয়তো বা মাঝপথে পথটাও ফুরিয়ে যাবে
চোখের জলের কথা শুনবে না কেউ
ভোরের আলোর কথা ভেবে
স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব
চলে যেতে যেতে দিন বলে যায়
হয়তো বা কান্নারও শেষ আছে
বুঝি আমি এসে গেছি কিনারায় ও ও
একদিন মাঝরাতে রাতটাও ফুরিয়ে যাবে
খুশীর বন্যা এসে ভাসাবে আমায়
আলোর জোনাকী জ্বেলে জ্বেলে
স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব
চলে যেতে যেতে দিন বলে যায়
আধাঁরের শেষে ভোর হবে
হয়তো পাখীর গানে গানে
তবু কেন মন উদাস হল
চলে যেতে যেতে দিন বলে যায়
Song: Chole Jete Jete Din
Movie: Mon Niye (1969)
Artist : Lata Mangeshkar
Music Director : Hemanta Mukherjee
Lyricist : Mukul Dutt
Director : Salil Sen
Starcast : Uttam Kumar, Supriya Devi, Bikash Roy
Video from YouTube for Chole Jete Jete Din :