এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে।
দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।
দেখোনা এই অকাল শ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে
ও আওয়াজ শুনে আমায় ডাকো ডাকো চাদর আমার কাছে টেনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি ঘর থেকেও যাযাবর যাচ্ছি চলে।
এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে।
দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।
ভরসা দিলে।
ভরসা দিলে।
Film : Golpo Holeo Sotti (2014)
Song: Ei Bhalo Ei Kharap
Producer: Shree Venkatesh Films
Director: Birsa Dasgupta
Music Director: Indraadip Dasgupta
Singers : Arijit Singh and Monali Thakur
Lyricist: Prasen
Star Casting: Soham Chakraborty, Mimi Chakraborty, Rajatava Dutta
Video from YouTube for Ei Bhalo Ei Kharap :