Featured Video Play Icon

Ogo ja peyechi | ওগো যা পেয়েছি

Dui Bhai (1961)

ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন​
কেন একলা বসে হিসেব কষে নিজেরে আর কাঁদাই অকারণ​।

চৈত্রবেলায় ঝরা পাতার কান্না যখন শুনি
কেন যাই গো ভুলে জীবনে মোর ছিলো যে ফাল্গুনী।
চৈত্রবেলায় ঝরা পাতার কান্না যখন শুনি
কেন যাই গো ভুলে জীবনে মোর ছিলো যে ফাল্গুনী।
হাসি আমার চখের জলে মিছে কেন দেবো বিসর্জন।
ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন​।

ঘট ভরিতে পিছল ঘাটে না আসে কেউ যদি
তবু চলার পথে যায় কি থেমে নদী
ঘাটে না আসে কেউ যদি।
নিভে যাওয়া প্রদীপ এ মোর​
নাইবা পেলাম আলো।
আসেই যদি আঁধার ঘিরে
সেই তো তবু ভালো।
আমি ভাগ্য গুনে নেবো মেনে
চিরদিনের ব্যাথার আলিঙ্গন​।
ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন​।

Film : Dui Bhai
Song : Ogo Ja Peyechhi
Singer : Hemant Kumar
Music Director : Hemant Kumar
Lyricist : Gauriprasanna Mazumder
Featuring Star Cast : Uttam Kumar, Biswajit Chatterjee

Video from YouTube for Ogo ja peyechi :

https://www.youtube.com/watch?v=vO82Sn1JNLc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *