বঁধু, কোন আলো লাগল চোখে !
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে !
ছিল মন তোমারি প্রতিক্ষা করি
যুগে যুগে দিন রাত্রি ধরি ,
ছিল মর্মবেদনা ঘন অন্ধকারে –
জন্ম-জনম গেল বিরহশোকে ।
অস্ফুটমঞ্জুরী কুঞ্জবনে ,
সঙ্গীত শূন্য বিষন্ন মনে
সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি
পোহাব কি নির্জনে শয়ন্পাতি !
সুন্দর হে, সুন্দর হে,
বরমাল্যাখানি তব আনো বহে, তুমি আনো বহে ।
অবগুন্ঠনছায়া ঘুচায়ে দিযে
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে ।।
Song: Bodhu Kon Alo Laglo Chokhe
Film: Dadar Kirti (1980)
Artist: Arundhati Holme Chowdhury
Director: Tarun Majumdar
Music: Hemanta Mukherjee
Star Casting: Mahua Roychoudhury, Tapas Paul, Debashree Roy, Ayan Banerjee, Sandhya Roy, Ruma Guha Thakurta, Anup Kumar
Video from YouTube for Bodhu Kon Alo Laglo Chokhe :
https://www.youtube.com/watch?v=X9wAky_wb8g