Featured Video Play Icon

Gunjone Dole Je Bhromor | গুঞ্জনে দোলে যে ভ্রমর

Aradhana (1969)

হা হো
গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে
গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে

চেয়ে দেখো না গো বেইমান ভ্রমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে সোনা ঝড়া ধুপ ছায় হায়
চেয়ে দেখো না গো বেইমান ভ্রমরা শুধু মধু খেতে চায়
ও কলি যে শরমে ঘোমটা টানে সোনা ঝড়া ধুপ ছায় হায়
হায় হায় রে দিন যায় রে হায় প্রিয় কেন গো দূরে দূরে

গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে
গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে

কি হল কে জানে রূপকরবী যাও কেন গো সরে সরে
হোয় আচল ঝরনা জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে
কি হল কে জানে রূপকরবী যাও কেন গো সরে সরে
হোয় আচল ঝরনা জানো না কি কেন শরমে যায় ফুল ঝরে ঝরে
হায় হায় রে দিন যায় রে হায় প্রিয় কেন গো দূরে দূরে

গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে
ও গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে
আ আ আ

যদি মন না চায় কিছুই বোলো না মনটা দিও না
ও ও ও ছাড়ো মালায় বেঁধো না ভ্রমরের মতই মনতা নিও না
হায় হায় রে দিন যায় রে হায় প্রিয় কেন গো দূরে দূরে

গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে
গুঞ্জনে দোলে যে ভ্রমর সুর তোলে যে উড়ে উড়ে
ঘুরে ঘুরে সুরে সুরে ঘুরে ঘুরে সুরে সুরে ঘুরে ঘুরে সুরে সুরে ঘুরে ঘুরে সুরে সুরে

Song: Eto Kache Dujone
Film: Aradhana (1969)
Artist: Kishore Kumar, Lata Mangeshkar
Music Director: S. D. Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Flimstar: Rajesh Khanna, Sharmila Tagore, Pahari Sanyal, Ashok Kumar

Video from YouTube for Gunjane Dole Je Bhromor :

https://www.youtube.com/watch?v=NV2BGeQAt7s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *