Featured Video Play Icon

Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Raat | ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

Sabar Upare (1955)

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনিতো বুঝি আর জীবনে আমার ।
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনিতো বুঝি আর জীবনে আমার ।
এই চাঁদের অথিতিরে বরন করি –
এই চাঁদের অথিতিরে বরন করি ।
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত –
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনিতো বুঝি আর জীবনে আমার ।

বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার ।
এই মধুর হাসিতে হৃদয় ভরি –
এই চাঁদের অথিতিরে বরন করি ।
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত –

সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুলঋতু আজ এল বুঝি মোর জীবনে ফুল ছায়
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই ।
আজ তাইকি জীবনে বাসর গড়ি –
এই চাঁদের অথিতিরে বরন করি ।
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত –
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনিতো বুঝি আর জীবনে আমার ।

Song : Ghum Ghum Chand
Movie : Sabar Oparey (1955)
Artist : Sandhya Mukhopadhyay
Music Director : Robin Chatterjee
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Agradoot
Starcast : Uttam Kumar, Suchitra Sen, Sova Sen, Jayshree Sen, Jharna Ray, Kali Bandyopadhyay

1 thought on “Ghum Ghum Chand Jhikimiki Tara Ei Madhobi Raat | ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

  1. খুব সুন্দর। অনেক ভাল লাগল। এই রকম প্রয়োজনীয় এক্তা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *