Featured Video Play Icon

Bristi Paye Paye | বৃষ্টি পায়ে পায়ে

Subhamita Banerjee

দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে

ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে
এখানে বড়ই ফিকে সব তুই যা, যা যা
তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে
মেঘের গায়ে হাত বোলায় রঙধনুকে চায়
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে

আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে
কিছুতেই তার কাছে ধরা দেয় না, না না
তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে
ভিজে হাওয়ায় পাখিরা গায় রঙধনুকে চায়
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে

জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা ওরে মেঘ তুই গা, গা গা
তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে
যারা হারায় রূপকথায় রঙধনুকে চায়

দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রঙধনুকে চায়
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে

Song: Bristi Paye Paye
Album: Bristi Paye Paye
Artist: Subhamita Banerjee
Composer: Joy Sarkar
Lyrics: Arna Seal

Video from YouTube for Bristi Paye Paye :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *