Featured Video Play Icon

Bol Ma Ami Darai Kotha | বল মা আমি দাঁড়াই কোথা

Ramprasadi Shyamasangeet Shayamsangeet

বল মা আমি দাঁড়াই কোথা
বল মা আমি দাঁড়াই কোথা
আমার কেহ নাই শঙ্করী হেথা,
বল মা আমি দাঁড়াই কোথা।
আমার কেহ নাই শঙ্করী হেথা,
বল মা আমি দাঁড়াই কোথা।
বল মা আমি দাঁড়াই কোথা।

মা’র সোহাগে বাপের আদর
এ দৃষ্টান্ত যথা-তথা,
মা’র সোহাগে বাপের আদর
এ দৃষ্টান্ত যথা-তথা,
মা’র সোহাগে বাপের আদর
এ দৃষ্টান্ত যথা-তথা,
যে বাপ বিমাতাকে শিরে ধরে
এমন বাপের ভরসা বৃথা।
বিমাতাকে শিরে ধরে
এমন বাপের ভরসা বৃথা।

বল মা আমি দাঁড়াই কোথা।
বল মা আমি দাঁড়াই কোথা।

তুমি না করিলে কৃপা
যাব কি বিমাতা যথা,
তুমি না করিলে কৃপা
যাব কি বিমাতা যথা,
যদি বিমাতা আমায় করেন কোলে
দেখা নাই হেথা সেথা।
যদি বিমাতা আমায় করেন কোলে
দেখা নাই আর হেথা সেথা।
প্রসাদ বলে, এই কথা মা
বেদাগমে আছে গাঁথা,
প্রসাদ বলে, এই কথা মা
বেদাগমে আছে গাঁথা,
প্রসাদ বলে, এই কথা মা
বেদাগমে আছে গাঁথা,
ও মা যে জন তোমার নাম করে
তার হাড় মালা আর ঝুলি কাঁথা।
ও মা যে জন তোমার নাম করে
তার হাড় মালা আর ঝুলি কাঁথা।

বল মা আমি দাঁড়াই কোথা
বল মা আমি দাঁড়াই কোথা।

Song: Bol Ma Ami Darai Kotha
Artist: Bhabani Das
Type: Ramprasadi Shayamasangeet
Lyricist and Composer: Sadhak Ramprasad Sen (সাধক রামপ্রসাদ সেন)

Video from YouTube for Bol Ma Ami Darai Kotha:

1 thought on “Bol Ma Ami Darai Kotha | বল মা আমি দাঁড়াই কোথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *