Featured Video Play Icon

Jhilmil Jhauyer Bone Jhikimiki | ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি

Salil Chowdhury

ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি
তার ফাঁক দিয়ে যে চাঁদ মারে উঁকি
ও চাঁদ বড় প্রিয়,
আমায় ধরো দেখি
পাবে না, পাবে না দিয়ে যাব ফাঁকি।
আহা রে, ধরা তো দেব না।
আহা রে, আমায় পাবে না পাবে না।
আহা রে, আমি ধরা তো দেব না।
আহা রে, আমায় পাবে না পাবে না।
আহা আহা আহা আহা আহা আহা
ঝিলমিল ঝাউয়ের বনে ঝিকিমিকি-

ও চাঁদ তুমি মেঘ আমি লুকোচুরি খেলা
খেলি যে সারা বেলা খেলি যে সারাবেলা
ও চাঁদ তুমি মেঘ আমি লুকোচুরি খেলা
খেলি যে সারা বেলা খেলি যে সারাবেলা
তোরই রঙ নিয়ে আমি যে রঙ্গিলা
হ​য়েছি রঙ্গিলা হ​য়েছি রঙ্গিলা
দিন দিন রজনী এমনই পোহাবে
ছুঁই ছুঁই করেও ছোঁয়া নাহি যাবে
আমি তবু তোমারে মনে মনে ডাকি
পাবে না, পাবে না দিয়ে যাব ফাঁকি।
আহা রে, ধরা তো দেব না।
আহা রে, আমায় পাবে না পাবে না।
আহা রে, আমি ধরা তো দেব না।
আহা রে, পাবে না পাবে না।

মাঝে মাঝে কাঁদি গো বরষা হ​য়ে
অঝরঝরিয়ে, অঝরঝরিয়ে।
মাঝে মাঝে কাঁদি গো বরষা হ​য়ে
অঝরঝরিয়ে, অঝরঝরিয়ে।
তুমি বিনা ভরসা আর কি নিয়ে
হৃদ​য় ভরিয়ে, হৃদ​য় ভরিয়ে।
যুগ যুগ তবু এ লুকোচুরি খেলা
আকাশের নদীতে তুমি বেয়ে যাবে ভেলা
এই শুধু সান্ত্বনা মাঝে মাঝে থাকি
পাবে না, পাবে না দিয়ে যাব ফাঁকি।
আহা রে, ধরা তো দেব না।
আহা রে, আমায় পাবে না পাবে না।
আহা রে, আমি ধরা তো দেব না।
আহা রে, আমায় পাবে না পাবে না।

Song: Jhilmil jhauyer bone jhikimiki
Artist: Sabita Chowdhury
Lyricist and Composer: Salil Chowdhury

Video from YouTube for Jhilmil jhauyer bone jhikimiki:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *