Featured Video Play Icon

Ore Aye Re Tobe Mat Re Sobe Anonde | ওরে আয় রে তবে, মত রে সবে আনন্দে

Rabindra Sangeet

ওরে     আয় রে
ওরে     আয় রে তবে, মাত রে সবে আনন্দে
আজ    নবীন প্রানের বসন্তে ।
ওরে     আয় রে
ওরে     আয় রে

পিছন পানের বাঁধন হতে  চল ছুটে আজ বন্যাস্রোতে,
পিছন পানের বাঁধন হতে  চল ছুটে আজ বন্যাস্রোতে,
আপনাকে আজ দখিন-হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে ।
আজ    নবীন প্রানের বসন্তে ।
ওরে     আয় রে
ওরে     আয় রে

বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ    নবীন প্রানের বসন্তে ।
বাঁধন যত ছিন্ন করো আনন্দে
আজ    নবীন প্রানের বসন্তে ।
আকুল প্রানের সাগর-তীরে ভয় কি রে তোর ক্ষয়-ক্ষতিরে ।
আকুল প্রানের সাগর-তীরে ভয় কি রে তোর ক্ষয়-ক্ষতিরে ।
যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড় অনন্তে ।
আজ    নবীন প্রানের বসন্তে ।
ওরে     আয় রে
ওরে     আয় রে তবে, মাত রে সবে আনন্দে
আজ    নবীন প্রানের বসন্তে ।
ওরে     আয় রে
ওরে     আয় রে

Song: Ore Aye Re Tobe Mat Re Sobe Anonde
Artist: Srikanto Acharya
Type: Rabindra Sangeet
Parjaay: Prakriti
Upa-parjaay: Basanta
Taal: Kaharwa
Raag: Bahar-Baul
Anga: Baul
Written on: 25th Feb, 1915 (13 Phalgun 1321)
Place: Surul
Published in: Sabujpatra
Collection: Phalguni

Video from YouTube for Ore Aye Re Tobe Mat Re Sobe Anonde :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *