Featured Video Play Icon

Kothao Amar Hariye Jaour Nei Mana | কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা

Rabindra Sangeet

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে ।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে ।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ।

তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার ,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার–
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার ,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপ্-কথার–
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে ।
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে ।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে ।
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ।

সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি ।
সূর্য যখন অস্তে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি ।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে–
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
আমি যাই ভেসে দূর দিশে–
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে ।
পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে ।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে ।

কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে ।
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে ।

Song: Kothao Amar Hariye Jawar Nei Mana
Parjaay: Natya-geeti
Taal: Dadra(দাদরা)
Style: Kirtan
Anga: Kirtan
Swarabitan: 63

Artist: Srabani Sen
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore

Video from YouTube for Kothao Amar Hariye Jaour Nei Mana :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *