Featured Video Play Icon

Ke Tumi Tandra Horoni | কে তুমি তন্দ্রাহরণী

Manna Dey

কে তুমি কে তুমি!
কে তুমি তন্দ্রাহরণী।
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী।
কে তুমি তন্দ্রাহরণী।

আজ তোমায় দেখে হল মনে
তুমি ছিলে মনের কোণে।
আজ তোমায় দেখে হল মনে
তুমি ছিলে মনের কোণে।
তোমার ডাকেই কূল হারাল।
তোমার ডাকেই কূল হারাল।
আমার স্বপ্নতরণী।
আমার স্বপ্নতরণী।
কে তুমি তন্দ্রাহরণী।
কে তুমি তন্দ্রাহরণী।

তুমি বোঝ নাকি, তুমি বোঝ নাকি।
তুমি বোঝ নাকি, তুমি বোঝ নাকি।
প্রাণের বিরাম জানে না আমার বনের পাখী
তুমি শোন তা কি।
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে।
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে।
মিলন মায়ায় হয় একাকার।
মিলন মায়ায় হয় একাকার।
সাধের স্বর্গধরণী।
সাধের স্বর্গধরণী।
কে তুমি তন্দ্রাহরণী।
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী।
কে তুমি তন্দ্রাহরণী।
কে তুমি তন্দ্রাহরণী।

Song: Ke tumi tandra horoni
Artist: Manna Dey
Lyricist: Pulak Bandyopadhyay

Video from YouTube for Ke tumi tandra horoni:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *