Featured Video Play Icon

Ei Shohor Theke | এই শহর থেকে

Pratham Kadam Ful (1969)

এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই।
ঐ আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই।
কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই।
এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই।
ঐ আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই।

ঐ সারি সারি সব ছবির মত-
ঐ সারি সারি সব ছবির মত-
তীর ছাড়িয়ে যাই চলো দূরেই কত।
সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই।
কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই।
এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই।
ঐ আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই।

এই ফেরারি মন যদি খোঁজেই কিছু,
ঢেউ কখন উঁচু হয় কখন নিচু।
সেই অন্তবিহীন সন্ধানেতে চলনা হৃদয় হারাই।
কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই।
এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই।
ঐ আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই।

Song: Ei shohor theke
Artist: Manna Dey
Lyricist and Composer: Sudhin Dasgupta
Movie: Pratham Kadam Ful (1969)
Director: Inder Sen
Star Casting: Soumitra Chatterjee , Tanuja
Music Director: Sudhin Dasgupta

Video from YouTube for Ei shohor theke :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *