Featured Video Play Icon

Akash Vora Surjo Tara | আকাশ ভরা সূর্য তারা

Kamol Gandhar (1961) Rabindra Sangeet

আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান​
বিস্ম​য়ে তাই জাগে জাগে আমার গান
আকাশ ভরা
অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাঁটায় ভুবন দোলে
অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান
বিস্ম​য়ে তাই জাগে জাগে আমার গান
আকাশ ভরা
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ম​য়ে তাই জাগে জাগে আমার গান
কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি
কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ম​য়ে তাই জাগে জাগে আমার গান
আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি আমি পেয়েছি মোর স্থান​
বিস্ম​য়ে তাই জাগে জাগে আমার গান
আকাশ ভরা

Song: Akash Vora Surjo Tara
Movie: Kamol Gandhar (1961)
Director: Ritwik Ghatak
screenplay: Ritwik Ghatak
Star Casting: Supriya Devi, Anil Chatterjee, Gita Dey

Video from YouTube for Akash Vora Surjo Tara:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *