Featured Video Play Icon

Ei Sundoro Swarnali Sondhyay | এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

Hospital (1960)

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিম পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে।
আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে,
বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝরে তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোনো কথা নেই,
শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে।
বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝরে তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোনো কথা নেই,
শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে।
কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে,
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিম পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

Song: Ei Sundoro Swarnali Sondhyay
Movie: Hospital (1960)
Singer: Geeta Dutt
Music Director: Amal Mukherjee
Lyricist: Gauriprasanna Mjaumdar
Star Casting: Suchitra Sen, Bhanu Bannerjee, Chhabi Biswas

Video from YouTube for Ei Sundoro Swarnali Sondhyay :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *