Featured Video Play Icon

Ei Chondo E Anondo | এই ছন্দ এ আনন্দ

Bhalobasa Bhalobasa (1985) Hemanta Kumar Mukhopadhyay

এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান।
আনন্দে পাখি গায়
ঝর্ণারা ছুটে যায়
ফুল দিয়ে যায় তার গন্ধ।
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান।
আনন্দে পাখি গায়
ঝর্ণারা ছুটে যায়
ফুল দিয়ে যায় তার গন্ধ।
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান।

নীল আকাশে সূর্য্য ওঠে
আলোর শিশুরা গায় গান।
সোনা রোদের আশীর্বাদে
ভরে যায় পৃথিবীর প্রাণ।
নীল আকাশে সূর্য্য ওঠে
আলোর শিশুরা গায় গান।
সোনা রোদের আশীর্বাদে
ভরে যায় পৃথিবীর প্রাণ।
ভেঙে যায় আঁধারের
পুরানো যে দ্বার ছিল বন্ধ।
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান।

আমার এ গান জীবন যা গাই
দূরকে আপন করে যাই।
গহন মনের সবকিছু সেই
উজার করে দিতে চাই।
মুছে দেয় হৃদয়ের
যা কিছু দ্বিধা-দ্বন্দ।।
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান।
আনন্দে পাখি গায়
ঝর্ণারা ছুটে যায়
ফুল দিয়ে যায় তার গন্ধ।
এই ছন্দ এ আনন্দ
এ যে বিধাতার মহাদান।

Song: ei chondo e anondo
Movie: Bhalobasha Bhalobasha (1985)
Artist: Shibaji Chatterjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee
Director: Tarun Majumdar
Star Casting: Tapas Paul, Debashree Roy, Utpal Dutt, Santu Mukherjee, Sumitra Mukherjee, Anup Kumar, Satya Banerjee

Video from YouTube for ei chondo e anondo :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *