Featured Video Play Icon

Jodi Hoi Chor Kanta | যদি হই চোরকাঁটা

Amanush (1975)

যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে।
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে।
চেয়েও আমায় চাও না যে।
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে হুহ্
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে।
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে।
চেয়েও আমায় চাও না যে।
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে।

আহ্!
তুমি যে কি করো জ্বালাতন করছো আমায় তুমি বড়ো
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে।
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে।
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে।
চেয়েও আমায় চাও না যে।
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে।

তোমার ওই দুচোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি।
তোমার ওই দুচোখে যে আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি।
যদি হই কাজল তোমার ওই চোখে
আমার এই চোখের বাহার দেখ্বে লোকে।
ভয় কি বলো হায় গো আমার লোকোলাজে।

যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে।
যদি হই কাঁকন তোমার ওই হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনেরাতে।
চেয়েও আমায় চাও না যে।
যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে।

Movie : Amanush (1975)
Song : Jodi Hoi Chor Kanta
Artist : Kishore Kumar & Asha Bhosle
Music : Shyamal Mitra
Director : Shakti Samanta
Starcast : Sharmila Tagore, Uttam Kumar, Utpal Dutt

Video from YouTube for Jodi Hoi Chor Kanta :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *