Featured Video Play Icon

Jokhon Porbe Na Mor Payer Chinho Ei Bate | যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

Alo (2003) Rabindra Sangeet

যখন     পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি     বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
         চুকিয়ে দেব বেচা কেনা,
         মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
      বন্ধ হবে আনাগোনা এই হাটে
      তখন আমায় নাইবা মনে রাখলে,
          তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে

যখন     জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
      কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
          ফুলের বাগান ঘন ঘাসের  পরবে সজ্জা বনবাসের,
      শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
      তখন আমায় নাইবা মনে রাখলে,
          তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
তখন    এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
     কাটবে দিন কাটবে,
     কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
         ঘাটে ঘাটে খেয়ার তরী      এমনি সেদিন উঠবে ভরি
     চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে
     তখন আমায় নাইবা মনে রাখলে,
         তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
তখন    কে বলে গোসেই প্রভাতে নেই আমি
     সকল খেলায় করবে খেলা এই আমিআহা,
        নতুন নামে ডাকবে মোরে,        বাঁধবে নতুন বাহুডোরে,
     আসব যাব চিরদিনের সেই আমি
     তখন আমায় নাইবা মনে রাখলে,
        তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
Song : Jokhon Porbe Na Mor
Movie: Alo (2003)
Singer: Arundhati Holme Chowdhury
Star Casting: Rituparna Sengupta, Abhishek Chatterjee, Soumili Biswas
Lyrics, Melody & Composition: Rabidranath Tagore
Video from YouTube for Jokhon Porbe Na Mor Payer Chinho Ei Bate  (Please scroll to 9:36min) :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *