Featured Video Play Icon

Oi Bhuji Kalboishakhi | ওই বুঝি কালবৈশাখী

Rabindra Sangeet

ওই বুঝি ওই বুঝি কালবৈশাখী
সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি
ওই বুঝি ওই বুঝি কালবৈশাখী

ভ​য় কি রে তোর ভ​য় কারে
দ্বার খুলে দিস চার ধারে
ভ​য় কি রে তোর ভ​য় কারে
দ্বার খুলে দিস চার ধারে
শোন দেখি ঘোর হুঙ্কারে
নাম তোরই ওই যায় ডাকি
ওই বুঝি ওই বুঝি কালবৈশাখী

তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে
তোর সুরে আর তোর গানে
দিস সাড়া তুই ওর পানে
যা ন​ড়ে তায় দিক নেড়ে
যা যাবে তা যাক ছেড়ে
যা ন​ড়ে তায় দিক নেড়ে
যা যাবে তা যাক ছেড়ে
যা ভাঙা তাই ভাঙবে রে
যা রবে তাই থাক বাকি
ওই বুঝি ওই বুঝি কালবৈশাখী
ওই বুঝি ওই বুঝি কালবৈশাখী

Song: Oi Bujhi Kalboishakhi
Artist: Suchitra Mitra
Type: Rabindrasangeet
Parjaay: Prakriti
Upa-parjaay: Grisma
Taal: Kaharwa
Raag: Iman
Written on: 1919
Collection: Arupratan
Swarabitan: 42 (Arupratan)

Video from YouTube for Oi Bujhi Kalboishakhi :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *