Featured Video Play Icon

ami Jene Sune Bish Korechhi Pan | আমি জেনে শুনে বিষ করেছি পান

Nabarag (1971) Rabindra Sangeet

জেনে শুনে বিষ করেছি পান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।

যতই দেখি তারে ততই দহি-
আপন মনোজ্বালা নীরবে সহি-
তবু পারি নে দূরে যেতে- মরিতে আসি
লই গো বুক পেতে অনল-বাণ।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।

যতই হাসি দিয়ে দহন করে-
ততই বাড়ে তৃষা প্রেমের তরে
প্রেম-অমৃত-ধারা যতই যাচি-
ততই করে প্রাণে অশনি দান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।
আমি- জেনে শুনে বিষ করেছি পান।

Song : Ami Jene Sune Bish Korechhi Paan
Parjaay: Mayar-Khela (Scene 4)
Taal: Teyora / Rupak (তেওড়া)
Raag: Desh / Malhar
Written on: 1888
Collection: Maayar Khela
Swarabitan: 48 (Maayar Khela)
Notation by: Jyotirindranath Tagore

Movie : Nabaraag (1971)
Artist : Sandhya Mukherjee
Writer & Composer : Rabindranath Tagore
Starcast : Uttam Kumar, Suchitra Sen

Video from YouTube for Ami Jene Sune Bish :