Ebar Tor Mora Gange Ban Esechhe | এবার তোর মরা গাঙে বান এসেছে

deshattobodhok gaan Rabindra Sangeet

এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী।
এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী।

ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি
প্রাণপনে ভাই ডাক দে আজি-
তোরা সবাই মিলে বৈঠা নে রে,
খুলে ফেল সব দরাদরি।
এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী।

দিনে দিনে বাড়ল দেনা
ও ভাই করলি নে কেউ বেচা কেনা-
হাতে নাই রে ক​ড়াক​ড়ি।
দিনে দিনে বাড়ল দেনা
ও ভাই করলি নে কেউ বেচা কেনা-
হাতে নাই রে ক​ড়াক​ড়ি।
ঘাটে বাঁধা দিন গেল রে
মুখ দেখাবি কেমন করে-
ওরে দে খুলে দে পাল তুলে দে
যা হয় হবে বাঁচি মরি।

এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী।
এবার তোর মরা গাঙে বান এসেছে
জয় মা বলে ভাসা তরী।

Song: Ebar Tor Mora Gange Ban Esechhe
Artist: Srikanta Acharya
Type: Rabindra Sangeet
Parjaay: Swadesh
Taal: Kaharwa( কাহারবা )
Raag: Saari-Gaan
Anga: Sarigaan
Published in: Bhandar
Swarabitan: 46
Notation by: Indira Debi Chowdhurani

উল্লেখ্য​:

গানটির মূল উৎস একটি বাংলা সারিগান​। আরোও সহজ কথায় বললে বলা যায় লোকগীতি। ‘মন মাঝি সামাল সামাল’ – এর অনুপ্রেরণায় ১৯০৬ সালে রচিত হ​য় ‘এবার তোর মরা গাঙে’।

 

Video from YouTube for Ebar Tor Mora Gange Ban Esechhe :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *