Featured Video Play Icon

Amar Praner Pore | আমার প্রানের ‘পরে

Rabindra Sangeet Shwet Pathorer Thala (1992)
আমার     প্রানের ‘পরে চলে গেল কে
বসন্তের    বাতাসটুকুর মতো ।
সে যে      ছুঁয়ে গেল নুয়ে গেল রে –
ফুল        ফুটিযে গেল  শত শত ।
সে         চলে গেল, বলে গেল না – সে কোথায় গেল  এল না ।
সে         যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল –
তাই       আপন-মনে বসে আছি  কুসুমবনেতে।
সে         ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে –
মনে হলো আঁখির কোণে  আমায় যেন ডেকে গেছে সে ।
আমি      কোথায় যাব, কোথায় যাব,ভাবতেছি তাই একলা বসে ।
সে         চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর ।
সে         প্রানের কোথায় দুলিয়া গেল ফুলের ডোর ।
কুসুমবনের উপর দিয়ে কী  কথা সে বলে গেল,
ফুলের গন্ধে পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল ।
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এল রে –
কোথা দিয়ে কোথায় গেল সে ।।
Song : Amar Praner Pore Chole Gelo
Movie : Shwet Pathorer Thala (1992)
Writer & Composer : Rabindra Nath Tegore
Director : Prabhat Roy
Starcast : Aparna Sen, Sabyasachi Chakraborty, Dipankar Dey, Bhaskar Banerjee, Rituparna Sengupta, Indrani Halder
Video from YouTube for Amar Praner Pore :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *